রোটারী ক্লাব অব চট্টগ্রাম হারবারের ২০২৩–২৪ রোটাবর্ষের প্রথম ক্লাব এসেম্বলি গত ১৩ জুন নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ক্লাবের ২০২৩–২৪ এর নির্বাচিত সভাপতি রোটারিয়ান এ এম সাইফুদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পিপি মো. আকবর হোসেন, ইছামতি জোনের কো–অর্ডিনেটর রোটারিয়ান পিপি মো. দিদারুল ইসলাম, রোটারী ক্লাব অব চট্টগ্রাম হারবারের ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান পিপি হাবিব মহিউদ্দীন, হারবারের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নাঈম উদ্দীন, রোটাবর্ষ ২০২২–২৩ এর প্রেসিডেন্ট রোটারিয়ান গাজী মো. আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।
কোরান তেলোয়াত করেন রোটারিয়ান পিপি মো. জহুরুল হক। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মো. আতিকুল ইসলাম হাসান। উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. লুৎফর রহমান, এস এম মাসুদুর রহমান, মো. জহুরুল হক জম্মু, আতিকুল ইসলাম হাসান, এম এ হাশেম, মিজানুর রহমান, মো. ইদ্রিস চৌধুরী, সুলতানা নারগিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












