বোয়ালখালীতে আশার প্রশিক্ষণ কর্মশালা

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শাকপুরা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা গত ৭ ও ৮ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। শাকপুরা শাখার সিবিএম নেলী বড়ুয়ার সভাপতিত্ব আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন এবিএম সুমন দাশ, শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ ইসমাইল হোসাইনসহ ১৫ জন শিক্ষা সেবিকা। বোয়ালখালীর ৫টি ইউনিয়নে (শিশু শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণি) পর্যন্ত বর্তমানে আশার ১৫টি স্কুল রয়েছে। যার মোট শিক্ষার্থী রয়েছে ৩৭২ জন। এই স্কুল গুলোতে প্রতিদিন দুই ঘন্টা করে ১৫ জন শিক্ষা সেবিকার মাধ্যমে এই কর্মসূচির সুবিধা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় রুখতে হবে
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব চট্টগ্রাম হারবারের প্রথম ক্লাব এসেম্বলি