মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও তিনদিনের ধর্মঘট শেষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতি সৈয়দ লকিতুল্লাহ এতে সভাপতিত্ব করেন। বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শিক্ষক সংগ্রাম কমিটির আহ্বায়ক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, রণজিৎ কুমার নাথ, অঞ্চল চৌধুরী, নুরুল হক সিদ্দিকী ও প্রদীপ কানুনগো, মো. জাকের হোসেন, আবুল কালাম, বিচিত্রা চৌধুরী, ফিরোজ চৌধুরী, শ্যামল দে, আবু বক্কর, রফিকুল ইসলাম, মো. এহসান, সুভাষ সরকার, মুক্তিসাধন বড়ুয়া, মৃণাল দাশ, মাহমুদুল হক, ওয়াইজ উদ্দীন, তাহেরুল ইসলাম, নুরুল কবির, রফিকুল আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশের নব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক–কর্মচারী দ্বারা।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। স্মার্ট শিক্ষক পেতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।












