চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর শিক্ষাসামগ্রী

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চকরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম উপজেলার চারটি এলাকা হারবাং, সুরাজপুরমানিকপুর, বমু বিলছড়ি ও পৌরসভার কাহারিয়া ঘোনার ১১০ জন শিক্ষার্থীর মাঝে এই সামগ্রী তুলে দেন। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। মাস্টার মং আইয়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।

পূর্ববর্তী নিবন্ধক্যাপিটল হিল থেকে ৩০ মাইল দূরে বন্দুক হামলা, নিহত ৩
পরবর্তী নিবন্ধমাদক মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড