মৃত্যুর গুঞ্জনে সাফা কবির বললেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি’

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন! এই গুঞ্জনে এক পর্যায়ে বাধ্য হয়ে পোস্ট দিয়ে ছোট পর্দার এই অভিনেত্রী জানালেন, তিনি অক্ষত ও ভালো রয়েছেন। অন্যদিকে, গণমাধ্যম বলছে ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই খবরের রেশ ধরেই গুজবটি ছড়িয়ে পড়ে। এরপরেই সাফা কবির নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি ঠিক আছেন। সাফা কবির লেখেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। খবর বাংলানিউজের। তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

পূর্ববর্তী নিবন্ধকারিনার টি-শার্টের দাম ৩৭ হাজার টাকা!
পরবর্তী নিবন্ধপিটের পুরানো ব্যথা অনুভব করছেন তামিম