নগরীর খুলশী থানার ডাকাতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রকাশ বিহারী শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৭ জুন) রাতে নগরীর ওয়ার্লেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম ডিজেল কলোনীর মাঠ এলাকার আজিম সরকারের ছেলে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, আসামি শামীমের বিরুদ্ধে এই মামলা ছাড়াও তিনটি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জানা যায়, ২০০৬ সালের জানুয়ারি মাসে নগরীর খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির মামলায় শামীমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলার প্রেক্ষিতে সিএমপি খুলশী থানার তৎকালীন এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম তদন্ত শেষে আসামি শামীমসহ তার সহযোগিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
পরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার গত ২৮ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন। মামলার ১৭ বছর পর আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।