প্রগতি সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য সভায় বক্তারা বলেছেন, লেখালেখির জন্য সবচেয়ে বেশি জরুরি হলো পড়া। সবাইকে অনেক বেশি পড়তে হবে। ভালো পাঠক হলেই ভালো লেখক হিসেবে নিজেকে তৈরি করা সম্ভব হবে। ছড়া কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস এবং গুণীদের আত্মজীবনী পড়তে হবে। যিনি যত বেশি পড়বেন, তিনি তত বেশি সমৃদ্ধ হবেন।
গত ৩ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সভার উদ্বোধন করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম। সংগঠনের সভাপতি কবি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, বিশেষ বক্তা ছিলেন শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া। এছাড়া আলোচনায় অংশ নেন কবি ও গল্পকার লিপি বড়ুয়া, সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ, কবি শুক্কুর চৌধুরী, প্রাবন্ধিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, লায়ন শওকত ইসলাম, শিশুসাহিত্যিক সালাম সৌরভ, কবি নান্টু বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, কবি অভিলাষ মাহমুদ, কবি ছালামত উল্লাহ, কবি ও শিশুসাহিত্যিক আলী মির্জা, কবি স্মরণিকা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী ও শিউলী নাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি সোমা মুৎসুদ্দী। প্রেস বিজ্ঞপ্তি।