তৃতীয় চারদিনের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মোমিনুল-রাব্বিরা পারলেন না রানে ফিরতে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সামনে আফগানিস্তানের বিপক্ষে রয়েছে টেস্ট ম্যাচ। আর সে লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় চারদিনের ম্যাচে মোমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়ের মত টেস্ট ক্রিকেটারকে খেলানো হয়েছিল। কিন্তু তাতে কোন লাভ হয়নি। এদের কেউই রানে ফিরতে পারেননি। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে যথারীতি বিপদে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে তৃতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল অল আউট ৪৪৫ রানে। আর দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের রান ৭ উইকেটে ১৫৭। আগের দুই ম্যাচে না খেলা মোমিনুল, ইয়াসির, নুরুল হাসান সোহানদের নিয়ে এই ম্যাচে ব্যাটিং শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রথম ইনিংসে অন্তত সুফল মিলল না। ব্যাটিংয়ের আগে বোলিংয়েও হতাশ করে বাংলাদেশ। দিনের শুরুটা যদিও ছিল আশা জাগানিয়া। ৫৬ রানে দিন শুরু করা রেমন রিফার আউট হয়ে যান আর কোনো রান যোগ না করেই। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ নেন সোহান। ইনিংসে তার চতুর্থ ক্যাচ সেটি।

তবে মূল বাধা সরানোর পর লেজ উপড়ে ফেলতেই গলদঘর্ম হয় বাংলাদেশের বোলাররা। কেভিন সিনক্লেয়ার ও আকিম জর্ডানের ৮৭ রানের জুটি ভাঙেন অনিয়িমিত স্পিনার মাহমুদুল হাসান জয়। তার বলে ক্যাচ দিয়ে ফিরেন জর্ডান ৪৭ রান করে। একটু পর সিনক্লেয়ার ৬০ রানে এলবিডব্লিউ হন নাসুম আহমেদকে সুইপ করতে গিয়ে। শেষ উইকেটের জন্য প্রথম সেশনে বাড়তি ৩০ মিনিট সময় দেওয়া হলেও বাংলাদেশ পারেনি উইকেট নিতে। লাঞ্চের পর দ্বিতীয় বলেই অবশ্য শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস। পেরমলকে ফিরিয়ে নাসুম তুলে নেন পঞ্চম শিকার। ১৩৩ রানে ৫ উইকেট নেন নাসুম। প্রথম শ্রেণির ক্রিকেটে এই স্বাদ পেলেন তিনি অষ্টমবার।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি থামে ২৫ রানে। আকিম জর্ডানের বলে মাহমুদুল হাসান জয় ফিরেন ৮ রান করে। মোমিনুল ক্রিজে গিয়ে চার মেরে শুরু করলেও ফিরেছেন মাত্র ৫ রান করে। আগের দুই ম্যাচে ব্যর্থ জাকির অবশ্য বেশ ভালো খেলছিলেন এবার। কিন্তু ২৯ রানের বেশি করতে পারেননি। পরের উইকেটগুলোও নিয়মিত বিরতিতে হারাতে থাকে বাংলাদেশ। সিনেক্লয়ারের বলে বোল্ড হন ৯ রান করা ইয়াসির। এই অফ স্পিনারের আরেক বলে ফিরতি ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ব্যাট করা শাহাদাত হোসেন। এবার করেন তিনি ৩ রান। এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন সাইফ হাসান। তাকে দুর্দান্ত এক বাউন্সারে ফেরান অ্যান্ডারসন ফিলিপ। ৩২ রান করে ফিরেন বাংলাদেশ অধিনায়ক। নুরুল হাসান সোহান অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে ফিরেছেন ২৮ রান করে। এরপর দুই বোলার তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ নিরাপদে কাটিয়ে দেন দিনের শেষ ৯ ওভার। তবে বিপদ কাটেনি দলের। ফলো অন এড়াতে হলেও পাড়ি দিতে হবে এখনও অনেক লম্বা পথ।

পূর্ববর্তী নিবন্ধইয়ং স্টার ক্লাব ও এলিট পেইন্টের জয়লাভ
পরবর্তী নিবন্ধইরানে মাশা আমিনির মৃত্যুর খবর করা দুই সাংবাদিকের বিচার শুরু