মাইজভাণ্ডার দরবার শরীফে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের (জিএএমপিআই) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতাধিক অভিভাবক অংশ নেন।
জিএএমপিআই ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (শিল্প ও প্রশিক্ষণ সমন্বয়) প্রফেসর মামুন উল হক ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।
সভায় মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্ট্রের সদস্য মহিউদ্দীন এনায়েত, জিএএমপিআই প্রিন্সিপাল মো. আবদুল বাতেন, জিএএমপিআই ম্যানেজিং কমিটির সদস্য ও নানুপুর লায়লা কবির কলেজের প্রভাষক মেজবাউল আলম শৈবাল, নানুপুর লায়লা কবির কলেজের প্রভাষক রবিউল হোসেন, গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ নুরুলহুদা, সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খোরশেদুল আলম, পাইনদং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফোরকান মান্নান, আজিমনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কারিগরি শিক্ষায় সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট (জিএএমপিআই) প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।