নগরীর চান্দগাঁও থানাধীন আল আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছোরাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হল ইখতিয়ার হোসেন মাসুদ (১৯), মো. সাগর (২০) ও মো. হাসান মুরাদ প্রকাশ জিহাদ (২২)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়।