বাঁশখালীতে ৪টি রাজ ধনেশ পাখি উদ্ধার

দুজনকে ছয় মাসের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানিয়েছে, মিয়ানমার থেকে রাজ ধনেশ পাখিগুলো এনে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে চারটি পাখিসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী আইনে তাদের সাজা দেন। দণ্ডিত দু’জন হলেনবাগেরহাটের মিজানুর রহমান (৪২) ও কক্সবাজারের মো. সেলিম (৪৩)

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, দু’জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চারটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ধনেশ পাখিগুলো মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে প্রথমে আলীকদমে আনা হয়। সেখান থেকে সাতক্ষীরায় নেওয়া হচ্ছিল ভারতে পাচারের জন্য। তিনি বলেন, গ্রেপ্তার দু’জনের দাবি, তারা শুধু বাহক মাত্র। মূল পাচারকারীরা চার হাজার টাকা গাড়ি ভাড়া ও সাত হাজার টাকা মজুরিতে তাদের এ কাজ দিয়েছিল। একই কায়দায় আগেও তারা ২০২৫টি ধনেশ পাখি ভারতে পাচার করেছিল। উদ্ধার করা চারটি ধনেশের প্রতিটির মূল্য দুই লাখ টাকা বলে তারা জানিয়েছেন। উদ্ধার করা চারটি রাজ ধনেশ পাখি বন বিভাগের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছোরাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাশকতা প্রতিরোধে প্রত্যেক মহল্লায় স্কোয়াড গড়ে তুলুন