মাগো, তুমি হলে সেইপরী
যে আমাকে অবলীলায় উড়তে শিখিয়েছো।
মাগো, তুমি হলে সেই তারা
যে আমাকে রাতের আকাশে জ্বলতে শিখিয়েছো।
মাগো, তুমি হলে সেই চাঁদ
যে আমাকে অনেক হতাশায় বাঁচতে শিখিয়েছো।
মাগো, তুমি হলে সেই আকাশ
যে আমাকে বুকে আগলে রেখেছো।
মাগো,তুমি হলে সেই নদী
যে আমাকে নিরন্তর বইতে দিয়েছো।
মাগো, তুমি হলে সেই গাছ
যে আমাকে সুশীতল ছায়ায় বেঁধে রেখেছো।
মাগো, তুমি হলে সেই সুখ
যার কথা মনে পরলেই মুখে হাসি ঝরে।
মাগো, তুমি হলে সেই দু:খ
যে চোখের আড়াল হলেই মন কেমন করে।
মাগো, তুমি হলে সেই অনুভূতি
যাকে আঁকড়ে অন্ধকারে ভরসা পাওয়া যায়।
মাগো তুমি হলে সেই ভরসা
যার কোলে মাথা রেখে দিব্যি বাঁচা যায়।
মাগো, তুমি হলে সেই ক্ষমতা
যে মনের আকুতি না বলার আগেই বুঝে যায়।
মাগো, তুমি হলে সেই বিশ্বাস
যার উপস্থিতি মনকে শান্ত করে।
মাগো,তুমি হলে সেই কলম
যার খোঁচায় এই জীবনের রঙ পাল্টে গেছে।
মাগো তুমি হলে সেই হাসি
যার শব্দে আমার হৃদস্পন্দন চলতে থাকে।
মাগো, তুমি হলে সেই শক্তি
যার কাঁধে দিব্যি আরামে ভর দিয়ে আছি।
মাগো, তুমি হলে সেই রঙ
যার ছোঁয়ায় আমার জীবনটা রঙিন হয়েছে।
মাগো, তুমি হলে সেই আলো
যার অস্তিত্ব আমাকে দু:খ ভুলিয়ে দেয়।
মাগো, তুমি হলে সেই নৌকা
যে আমাকে সুখের সাগরে নিয়ে যায়।
মাগো, তুমি হলে সেই স্বাক্ষর
যে আমার সোনালী স্বপ্নের উৎস হয়ে রবে।
মাগো, তুমি হলে সেই স্বপ্ন
যে সবসময় মনিকোঠায় বেঁচে রবে।
মাগো, তুমি হলে সেই সমাধান
যে সবসময় আমার অস্তিত্বে মিশে রবে।