পটিয়ায় দেড় হাজার লিটার মদসহ গ্রেপ্তার ২

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

পটিয়ায় দেড় হাজার লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা এলাকার ভেল্লাপাড়া খালের উত্তর তীরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মাবুদ (৩৪) ও মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা গ্রামের মো. সিরাজুল ইসলাম ও মৃত মুন্সি মিয়ার পুত্র। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক চটের বস্তায় লুকানো অবস্থায় ১ হাজার ৪০৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ৩ হাজার টাকা। পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ব্যবসায়ীরা জানানদীর্ঘদিন ধরে এলাকায় তারা মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধজীবিকা নির্বাহ করা নিয়ে চিন্তিত জেলেরা