ইন্দ্রপুল লবণ শিল্প এলাকাকে আধুনিক শিল্প নগরীতে রূপ দেয়া হবে

মত বিনিময়ে পটিয়া পৌর মেয়র

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, ঐহিত্যবাহী ইন্দ্রপুল লবণ শিল্প এলাকাকে আধুনিক শিল্প নগরীতে রূপ দেয়া হবে। লবণ শিল্প এলাকার উন্নয়নে শিল্প এলাকার বিদ্যমান সমাস্যাগুলো সমাধানে পৌরসভার পক্ষ থেকে তা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

গতকাল বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত ইন্দ্রপুল শিল্প এলাকায় বিদ্যমান নানা সমস্যা নিয়ে পৌর মেয়র আইয়ুব বাবুলের সাথে ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন।

এ সময় সমিতির পক্ষ থেকে ইন্দ্রপুল শিল্পাঞ্চলে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে বলা হয়শিল্প নগরীর সড়ক গুলোর বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, মাংস ঘাটা ও গণ শৌচাগার থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে, শিল্প এলাকায় লাইটিং ব্যবস্থা শোচনীয় হওয়ায় মিল ইন্ড্রাস্ট্রিগুলোতে চুরি এবং শিল্প নগরীতে ছিনতাইসহ নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ও ট্রাক টার্মিনালের জায়গা সওজ অধিগ্রহণ করার পর নতুনভাবে তা স্থাপিত না হওয়ায় যত্রতত্র লবণ লোডআনলোড করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। শিল্প এলাকার বিপিন বিহারি সড়কের দুপাশে ড্রেন ও এপ্রোচ সড়কগুলো সংস্কার অতীব জরুরি। অন্যতায় এ শিল্পনগরীর স্বাভাবিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। বিদ্যমান এসব সমস্যা সমাধানের দাবি জানান নেতৃবৃন্দ।

পৌর মেয়র আইয়ুব বাবুল সমিতির পক্ষ থেকে ইন্দ্রপুল শিল্পাঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর কথা শোনেন। পরে তিনি বলেন, এ শিল্প নগরী পটিয়ার প্রাণ। এখানে নানাভাবে প্রায় ৫ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। তাছাড়া মিল মালিকদের পরিশোধিত লবণ সারা দেশের চাহিদার মোট ৪০ ভাগ পূরণ করে। আমি মনে করে এ শিল্প নগরী ডেভেলাপ হলে আমাদের দেশের লবণের চাহিদা আরো বেশি পূরণ হবে। ফলে লবণের ক্ষেত্রে আমাদের নির্ভরতা কমে আসবে। তিনি শিল্প নগরীর বিদ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করে এ শিল্প নগরীকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান, পটিয়া লবণ মিল মালিক সমিতি সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুল হক, সমিতির সদস্য মু. আলী, মু. জাহাঙ্গীর হোসেন, মোরশেদ হোসেন, গাজী তৈয়ব, মু. ফারুক, অহিদুস ছমদ হেলাল, আবু তোরাব, মু. ফরিদুল ইসলাম, আড়তদার ব্যবসায়ি সমিতির সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক কিশোর দাশ, ট্রাক ট্রান্সপোর্ট সমিতি সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জসীম উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর ৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
পরবর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বার সেমিনার