স্বস্তি নিয়ে এলো বৃষ্টি, সাথে কিছু দুর্ভোগও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

গতকালও বৃষ্টি হয়েছে নগরে। দুপুর থেকে টানা কয়েক ঘণ্টার হালকা এ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন পথচারীরা। তাছাড়া মুরাদপুরমোহাম্মদপুরসহ শহরের অনেকগুলো সড়ক ভাঙা রয়েছে। বৃষ্টিতে ওসব রাস্তা কাদাসড়কে পরিণত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে। এছাড়া সোমবার রাতের বৃষ্টির প্রভাবে চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের ভেতর কাদাপানি জমে যায়। গতকাল তা পরিষ্কার করেন ব্যবসায়ীরা।

অবশ্য অনেকে বৃষ্টি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন, এর আগে গরমে অস্বস্তিতে ছিলেন তারা। তবে বৃষ্টি হলেও গতকাল স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রেকর্ড হয়েছে। এদিন নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে জানায় পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম নদী বন্দরের জন্য ১ নং নৌ সতর্ককতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম নামে একটি ওয়েবসাইটে বলা হয়, ২৪ মে পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মাঝারি ক্রান্তিয় বৃষ্টিবলয় হতে পারে। এসময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে।

এদিকে চকবাজার চক সুপার মার্কেটের ভেতর নিচতলা কাদাপানিতে একাকার হয়ে যায়। গতকাল উপস্থিত হয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা কাদাপানি পরিষ্কার করছেন। তারা ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে এ পরিস্থিতি হয়েছে বলে দাবি করেন।

আবদুল হামিদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ৮টায় চক সুপার মার্কেটের বাইরের রাস্তায় কাদাপানি ছিল। মার্কেটের ভেতর থেকে দুইদিন ধরে পানি নামেনি।

পূর্ববর্তী নিবন্ধচবির প্রধান ফটকে ছাত্রলীগের একাংশের তালা
পরবর্তী নিবন্ধঅগ্রগতি থামিয়ে দেয়ার চক্রান্ত চলছে : প্রধানমন্ত্রী