হাটহাজারীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার মহিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী একটি ভবনে অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, রুজি আক্তার (৩৮), জ্যোৎন্সা বেগম (২২), মরিয়ম বেগম (২৩), এ্যানি বেগম (২৩) ও নাহিদা আক্তার (২০)। আটককৃতরা রাঙামাটি, ফেনী ও কক্সবাজারের বাসিন্দা। থানার ওসি রুহুল আমিন সবুজ জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে ৫ মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।