চবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্যমন্ত্রীর ফ্রি বাস সার্ভিস

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে। তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্যোগে গতকার মঙ্গলবার সকাল ৭টায় শুরু হয় বিশেষ এই সেবা। চলবে আগামী ২৩ মে পর্যন্ত টানা আটদিন।

ভর্তি পরীক্ষা চলাকালীন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামে সংগঠনের সহযোগিতায় ভর্তিচ্ছুদের নিয়ে প্রতিদিন রাঙ্গুনিয়ার রোয়াজারহাট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতায়াত করবে এই বাস। সংগঠনটির সভাপতি মঈনুদ্দীন হাসান ফাহিম ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী জানান, রাঙ্গুনিয়া থেকে চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪০ জন উদ্বোধনী সেবা ব্যবহার করেন। আরও তিনটি ইউনিটের পরীক্ষায় ভর্তিচ্ছুদের জন্য এই সার্ভিস চালু থাকবে। এর জন্য আগেই নিবন্ধন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরাফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাঁচ নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ক্রেডিট অফিসারদের কর্মশালা