ব্রাইট বাংলাদেশ ফোরামের অধিপরামর্শ সভা

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

সরকারি প্রশিক্ষণ সেবা প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে যুব ও নারীদের সমন্বয়ে এক অধিপরামর্শ সভা গত ১৩ মে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় শিল্পকলা একাডেমী চট্টগ্রামে আয়োজিত অধিপরামর্শ সভায় সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ৮, ১৯ ও ৩৫নং ওয়ার্ডের ১১টি যুব সংগঠনের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্ব্বে আয়োজিত অধিপরামর্শে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবসার মাহফুজ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন। এতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব সংগঠক নোমান উল্লাহ বাহার, তৌহিদুর রহমান। কার্যক্রম সমন্বয় করেন বিবিএফ এলআরপি প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলী, স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী, ও বিবিএফ প্রজেক্ট অফিসার স্বরস্বতী সরকার। নারী এবং যুবদের জন্য নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি সংস্থা সমূহকে উদ্বুদ্ধকরণের বিষয়ে যুবদের পরিস্থিতি বিশ্লেষণ এবং ডিমান্ড চার্টার উপস্থাপনের আলোকে উপস্থিত সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিগণ তাদের মতামত, পরামর্শ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বক্তারা সংশ্লিষ্ট বিষয়ে যুবদের বিভিন্ন প্রশ্লের উত্তর প্রদান করেন। তারা বলেন, যুব উন্নয়নকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং তদনুযায়ী তাদের প্রশিক্ষিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৩৬ মোটরসাইকেল জব্দ, ১৪টি মামলা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শুরু হচ্ছে ধান সংগ্রহ, লক্ষ্যমাত্রা ৬৩১ টন