টেকনাফে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম। গত শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে ১৫ জনের একটি স্বেচ্ছাসেবী দল ত্রাণ নিয়ে টেকনাফ পৌঁছান।
গাউসিয়া কমিটি মানবিক টিমের প্রধান সমন্বয়ক এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার কক্সবাজার, টেকনাফ ও শাহপরির দ্বীপ ঘুরে এসে গতকাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার ১০ নাম্বার মহাবিপদ সংকেত জারি করার পর থেকে কেন্দ্রীয় গাউসিয়া কমিটি জরুরি সভা করে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি এবং কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনরের নেতৃত্বে একটি মানবিক টিম শনিবার রাতেই কক্সবাজার পৌঁছে। এ সময় তারা কক্সবাজার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং আশ্রয় প্রার্থীদের বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন। রাতেই স্থানীয় গাউসিয়া কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরদিন দুপুরে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলে প্রতিমধ্যে ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া বড় বড় গাছ নিজেরাই গাড়ি থেকে নেমে পরিস্কার করেন। টেকনাফে পৌঁছে সেখানে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করে স্থানীয়দের ওষুধপত্র বিতরনণ করেন। ১০নং মহাবিপদের সতর্ক বার্তার মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্যাকেটিং করে নিয়েছেন। প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, মোমবাতি, মিনারেল ওয়াটার, চিনি, ম্যাচ, স্যাভলন, ওরস্যালাইন ও ব্যান্ডেজ। পেয়ার মোহাম্মদ কমিশনার বলেন, দেশের যে কোন দুর্দিনে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই এবারো আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রেস বিজ্ঞপ্তি।












