যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে সুরের মুচ্ছর্না ছড়িয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ ও সঙ্গীতশিল্পী সন্দীপন। গানের পাশাপাশি তারা মানবপাচার প্রতিরোধের আহ্বান জানিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে। এসময় শিল্পীদের সঙ্গে মানবপাচারের বিরুদ্ধে শপথ নেন শ্রোতারা। গত বুধবার সন্ধ্যায় সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস: মানবপাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের আওতায় মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এমন আবহ সৃষ্টি হয়। খবর বাংলানিউজের।
বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় কনসার্টটি উদ্বোধন করেন উইনরক ইন্টারন্যাশানালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের টিম লিডার, দীপ্তা রক্ষিত। অনুষ্ঠানে সাধারণ শ্রোতাদের পাশাপাশি প্রশাসন, জন প্রতিনিধি, মানবাধিকার কমীর্সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরাসহ ‘আশ্বাস’ প্রকল্পের সারভাইভাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় মানবপাচার বিরোধী একটি ‘পট গান’। এরপর মঞ্চে ওঠেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্দীপন। তার ঘণ্টাব্যাপী পরিবেশনার পর টাউন হল মাঠে গান পরিবেশনায় আসে ‘জলের গান’ এবং মাঠজুড়ে তৈরি হয় একটি উৎসবমুখর পরিবেশ।