মোখা মোকাবেলায় জানমালের নিরাপত্তা বিধানে চেম্বার সভাপতির আহবান

| শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় নগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চেম্বার সভাপতি মাহবুবুল আলম আহবান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে তাই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ এবং জানমাল নিরাপদ রাখার লক্ষ্যে জনগণকে প্রস্তুত থাকার অনুরোধ জানান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুনসহ ব্যবসায়ীদের গুদামে সংরক্ষিত ভোগ্যপণ্য যাতে জলোচ্ছ্বাসে নষ্ট হতে না পারে এবং খাদ্যদ্রব্যের সংকট তৈরী না হয় সেইজন্য আগাম প্রস্তুতি গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। পাশাপাশি তিনি এই দুর্যোগ থেকে সকলকে হেফাজত রাখার জন্য আল্লাহতায়ালার রহমত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি রক্ষায় দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধইউআইটিএস শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়