আসামি অটোরিকশা চালকের জবানবন্দি

সেতু ভেঙে রড চুরি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে সেতু ভেঙে রড চুরির ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অটোরিকশা চালক মো. নাজমুল। সোমবার মামলার আসামি মো. নাজমুল সিজেএম আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরদিন মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালতে উপস্থিত হয়ে নাজমুল বলেন, তাকে পানছড়ির ঠিকাদার উত্তম দেবের ম্যানেজার এমরান রমজান মাসের কোনো এক সকাল ৭টায় মোবাইলে ফোন করে বাসায় যেতে বলে। সেখানে যাওয়ার পর এমরান অনেকগুলো রড তার গাড়িতে তুলে দিয়ে বলে তা যেন তার বাসায় পৌঁছে দিই। রডগুলো সিমেন্ট লাগানো ও পুরনো ছিল। এমরানের বাড়িতে সামনে একটি উঁচু টিলা থাকায় গাড়ি উঠতে না পারায় এমরান নাজমুলকে রডগুলো নিজের বাড়িতে রাখতে বলে। এর কয়েকদিন পর পুলিশ গিয়ে নাজমুলের বাড়ি থেকে রড উদ্ধার করে। এসময় নাজমুল তার শ্বশুর বাড়িতে ছিল।

উত্তমের ম্যানেজার এমরান নাজমুলকে ফোন করে জানায়, উদ্ধার করা রড পানছড়ির ব্রিজ থেকে চুরি করা। রড উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে, নাজমুল যেন বাড়িতে না আসে। পরদিন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের জব্বার মেম্বার নাজমুলকে ফোন দিয়ে একই কথা জানায়। তিনি বলেন, পুলিশ যদি নাজমুলকে ধরে ফেলে তাহলে সে যেন বলে এই রড ‘জয়নাথ বাবুর’ নিকট থেকে ৪০ টাকা কেজি দরে কিনেছে। জব্বার মেম্বার নাজমুলকে আরো বলেন, তুই পালিয়ে থাক, তোকে ৫০০০ টাকা পাঠাচ্ছি, তুই উত্তম বাবুর নাম বলবি না, তোকে ২০ লাখ টাকা খরচ করে হলেও ছাড়িয়ে আনবো। এসময় জব্বারের ফোন থেকে ঠিকাদার উত্তম নাজমুলকে বলে, তুই পালিয়ে থাক, নিশ্চিতে ঘুমা, তোর সিম ভেঙে ফেল।

আটকের আগে মো. নাজমুল গণমাধ্যমকে বলেন, তাকে যড়য়ন্ত্র করে ফাঁসানো হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াক ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে পানছড়িতে সেতু ভেঙে রড চুরির ঘটনায় ফাঁস হওয়া ৫ মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেখানে পানছড়ি উপজেলার ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবের সম্পৃক্ততা উঠে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি সামসুজ্জামান বলেন, রড চুরির ঘটনায় অটো রিকশা চালক আদালতে জবানবন্দি দিয়েছে। আমাদের তদন্তও চলছে। তদন্ত শেষে যারা জড়িত আমরা তাদের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২০১৬১৭ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪টি কালভার্ট দিনে দুপুরে ভেঙে রড নিয়ে গেছে দুর্বৃত্তরা। রড চুরির ঘটনায় দোষীদের খুঁজে বের করতে ডিবিকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

পূর্ববর্তী নিবন্ধরিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলারের উপরে
পরবর্তী নিবন্ধপ্লাস্টিকের মোড়ক ও বোতল থেকে বিপিএ যাচ্ছে শরীরে, বাড়াচ্ছে ঝুঁকি