নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ৪০ বোতল ক্যান বিয়ার ও ২৪ বোতল মদ (বিদেশী)সহ মোটর সাইকেল জব্ধ করেছে পুলিশ। গত রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ৩নং ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া সাকিনস্থ মেম্বারঘাটা–উখিয়া সড়কে অভিযানে এসব জব্দ করে। অভিযানে ক্ষেতিশরাম বৌদ্ধ বিহারের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি মোটর সাইকেলকে সিগন্যাল দিলে মোটরসাইকেল চালক আসামি আবুল লালা (৩৫) পালিয়ে যায়। পুলিশ তল্লাশি করে মোটর সাইকেলের উপরে বস্তার মধ্যে থাকা ৪০ ক্যান বিদেশী বিয়ার, ২৪ বোতল বিদেশী মদসহ পলাতক আসামী আবুল লালা ঘুমধুম ইউপির ৭নং ওয়ার্ড মগঘাট এলাকার আবুল হাসেমের পুত্র।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টানটু সাহা বলেন, উদ্ধারকৃত বিয়ারসহ জব্ধকৃত মোটরসাইকেল ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার কাজ প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।