সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন অবৈধ ৮টি পাকা স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাপ্তাই সড়কের দক্ষিণ পাশে ঘাটচেক কালভার্ট এলাকায় উচ্ছেদ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে এসব স্থাপনা নির্মাণ করে আসছেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। এছাড়া একই এলাকায় নির্মাণ করা অবৈধ আরো ৪ টি দোকান সিলগালা করে দেয়া হয়। এসব দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করায় অভিযান চালিয়ে দোকানগুলো ভেঙে দেয়া হয়। সরকারি জায়গায় কোনোভাবেই পাকা স্থাপনা নির্মাণ করা যাবেনা ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার চার বিদ্যালয়ে চলছে ভবন নির্মাণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৩২৯ লিটার অবৈধ স্পিরিট উদ্ধার