শ্যাওলার কি কোনো শেকড় হয়?
নাকি তাকে আঁকড়ে থাকা যায়!
যখন মানুষ গভীর প্রেমে আচ্ছন্ন থাকে
তখন লাল গোলাপের অর্থও ভুলতে বসে।
প্রতারণার শিকারের বেড়াজালে আটকা পড়েছে জেনেও,
ডেটিং যেন শরীরের খাঁজে সাপের মতো লেপ্টে থাকে!
তুমুল প্রেমের ঢেউ যেন নেচে বেড়ায় মনে।
মানুষটা যখন প্রতারণা করে চলে যায়
তখনও আধেক কিছু স্বপ্ন রয়ে যায়।
ফেরার আশায় জটিলতায় যুক্ত হয় মুক্ত চিন্তাপথ!
এ কেমন প্রেম? কেমন বিচ্ছেদ?
এ কেমন বিবেকহীন মানুষ!
রক্তে রক্তে মিশে আছে যার প্রতারণা!
সেকি প্রেম বুঝে? কি চেয়েছিলো!
আর কিবা পেলো?
হিসাবের খাতায় প্রেমের দাম অনেক,
প্রতারণার কোন দাম থাকেনা, মূল্যহীন সবার কাছে।
প্রতিহিংসার আগুনে চোখের কোণা বেয়ে জল
আর গড়াগড়ি খায়না।
নামছে শুধু রক্তের স্বাদ!
মন জানান দেয়, তাকাও প্রতারকের চোখের পানে
তাকিয়ে থাকো…
স্থির থাকুক তোমার চোখ, নিচে পড়ে যাক তার চোখ।
জীবন তো একটা ডাস্টবিন নয়!
লেখা থাকে আমাকে ব্যবহার করুন!