ওহে গৌতম! ওহে গৌতম!
অশান্ত বিশ্বে শান্তির বাণী নিয়ে
এসেছিলে তুমি দীপ জ্বালাতে।
আলোকিত– বৈশাখী পূর্ণিমাতে।
কঠোর সাধনায় মুক্তির পথ দেখিয়েছ তুমি
দেব–মানব ধন্য হলো ধন্য লোকভূমি।
সর্বজীবে অসীম দয়া তোমার ভাবনাতে।
ধর্মে কর্মে আছো তুমি আছো হৃদয় মাঝে
দিকে দিকে অমৃতময় শান্তির বাণী বাজে।
নতশিরে প্রণাম জানাই সকাল–সন্ধ্যা–রাতে।
ওহে গৌতম! ওহে গৌতম!
বৈশাখী পূর্ণিমাতে।