হাবভাব

শাহ আলী মির্জা | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কেউ কেউ খুঁজে খায় কেউ খায় চুষে,

মাঝখানে কেউ তাঁর পেট ভরে ঘুষে।

কেউ আবার এসব দেখে থাকে চুপ,

কতো কার হাবভাব কতো কার রূপ।

কেউ থাকে দূর দূর দিয়ে সুরে সুর,

সত্যমিথ্যা যাচাইয়ে সদা ভরপুর।

যার ক্ষতি হয় অতি বুঝেনা সে কভু,

সবখানে ভালো মনে দিয়ে যায় তবু।

সব কিছু একদিন নড়াচড়া হলে,

মূল কথা,ভুল লোক ভিন্ন কথা বলে।

পূর্ববর্তী নিবন্ধআবুল ফজল : মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তার ধারক
পরবর্তী নিবন্ধভাঙা চুড়ির টুকরো