শ্রমজীবী
ওরা খেটে খায়
শ্রম দিয়ে যায়
ওরা পাশে থাকে দিনে আর রাতে সকলের,
ওরা করে কাজ
নেই কোনো সাজ
ভাবনাও নেই কোনো কিছু ঠিক দখলের।
নেই কোনো কথা
শুধু নীরবতা
মুখ বুজে সব করে যেতে হয় চুপচাপ,
ওরা মনে মনে
থাকে টেনশনে
জীবনের চাকা ঝুঁকি নিয়ে চলে টুপটাপ।
ওরা কাজ করে নেই ফুরসত
সকল কাজের দেয় খেসারত
টেনশন নিয়ে জীবন চলছে সীমাহীন–
অন্যরা ঠিক সবল হলেও
ওরাই কেবল দুর্বল হয় দিনদিন।