এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে হাজির ইউএনও

উপহারের সাথে দিলেন পরামর্শ ও নির্দেশনা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে আকস্মিক হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। গত বুধবার রাতে উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়, চুনতি উচ্চ বিদ্যালয় ও চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ১৫ জন এসএসসি পরীক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেন তিনি।

জানা যায়, শিক্ষার্থীদের বইমুখী ও পড়াশুনায় মনোযোগী করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। হোম ভিজিটকালে মূলত শিক্ষার্থীরা সন্ধ্যার পর যথাসময়ে বাসায় প্রবেশ করেছে কিনা, বাড়িতে পড়াশুনা করছে কিনা ও সার্বিক প্রস্ততির খোঁজখবর নেয়া হয়। এ সময় শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে কিছু পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু শিক্ষা উপকরণ ও একটি বই সম্বলিত ‘উইনার্স ব্যাগ’ প্রত্যেক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয়।

ইউএনও শরীফ উল্যাহ জানান, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সন্নিকটে। পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদেরকে ক্লোজ মনিটরিংয়ে নিয়ে আসা, তারা যাতে সন্ধ্যার পরে অহেতুক বাসার বাইরে না থাকে, অড্ডা না দেয়, খারাপ সঙ্গে জড়িয়ে না পরে, কিশোর গ্যাং সৃষ্টি না করে, মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত না হয়, পড়াশুনায় মনোযোগী ও উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা বইমুখী হলে, পড়াশুনায় মনোযোগ দিলে সামগ্রিক অর্থে শিক্ষা জীবনে তাদের সাফল্য ও উন্নতি হবে এবং জীবনে তারা অনেক উপরে উঠতে পারবে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। আশা করছি আকস্মিক পরিদর্শনের ফলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি হবে।

পূর্ববর্তী নিবন্ধডা. ফিরোজুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধযুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার