হালদা নদীতে ডুবে রাহুল দাস (২১) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। পরে নিখোঁজ কিশোরের সন্ধান সহায়তা চেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন করে। তারই জের ধরে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানের প্রস্তুতি নিতেই দেখে রাহুলের মরদেহ নদীতে ভেসে উঠেছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। নিহত রাহুল দাশ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিমের ঘাট এলাকার সাধন জলদাসের ছেলে।