মাছের প্রজনন মৌসুমে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে চলেছে। কয়েকদিন থেকে নদী পাড়ের মানুষের কাছ থেকে এমন তথ্য পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় মদুনাঘাট মসজিদ ঘাট থেকে নদীর পানি মুখে নিয়ে মিলেছে এর সত্যতা। মদুনাঘাট বাজারের ব্যবসায়ী হালদা রক্ষা কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী বলেছেন, কয়েকদিন থেকে নদীর পানিতে লবণাক্ততা মিলছে। জোয়ারের সময় মাত্রা বেশি থাকলেও ভাটির সময় তা অনেকটা কমে আসে।
হালদা পাড়ের মৎস্যজীবীরা বলেছেন, এমনিতে হালদা বিভিন্ন কারণে রোগাক্রান্ত, তার উপর বর্তমান সময়ে অত্যধিক গরম এবং পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মৌসুমী ডিম সংগ্রহ নিয়ে তারা শঙ্কায় আছেন। অনেকেই বলেছেন, এবার কয়েকশ মৎস্যজীবী ডিম সংগ্রহের আশায় নৌকা–জাল নিয়ে নদী পাড়ে প্রস্তুতিতে আছেন। নদীর পানির লবণাক্ততা, অত্যধিক গরম, অনাবৃষ্টি– এই পরিস্থিতিতে ডিম সংগ্রহ করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় আছেন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ জীববিজ্ঞান বিভাগের প্রধান হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম গত দুদিন আগে হালদা নদীতে নৌকা নিয়ে পরিদর্শন করার কথা জানিয়ে বলেছেন, অত্যধিক তাপমাত্রা ও লবণ পানি মা মাছের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ এখনো মাছের সহ্য সীমা ছাড়েনি। এই বিশেষজ্ঞের মতে, নদীর পানির তাপমাত্রা কমে (২৭–২৯) ডিগ্রি সেলসিয়াস ও বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্যারামিটারের মিত্রস্ক্রিয়তায় হালদা নদীতে মা মাছের ডিম দেয়ার প্রাকৃতিক অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। মেজরকার্প জাতীয় মাছ সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং ৫ পিপিটি (পার্টস পার ট্রিলিয়ন) থেকে সর্বোচ্চ ১৪ পিপিটি পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এই মাত্রার বাইরে গেলে সকলকে ভাবিয়ে তোলে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ও হালদা রিসার্চ ল্যাবরেটরির চেয়ারম্যান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া মনে করছেন, হালদার পানিতে লবণাক্ততা মিললেও জোয়ার– ভাটায় পানির প্রবাহ স্বাভাবিক থাকায় বর্তমান লবণাক্ততায় প্রজনন ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না।
উল্লেখ্য, এপ্রিল–জুন হালদায় মাছের প্রজনন মৌসুম হিসেবে বিবেচিত হয়। বেশির ভাগ সময় অমাবস্যা ও পূর্ণিমার তিথিতে বজ্রপাতসহ বৃষ্টি ও পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির স্রোত সৃষ্টি হলে মা মাছ ডিম ছাড়ে।