রাউজানে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাউজানে পানিতে ডুবে এক শিশু ও পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার ঈদের দিনে পানিতে ডুবে মারা যায় রাউজান সদর ইউনিয়নের মাঝিপাড়ায় আবদুল্লাহ আফসান নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশু। নুরুল ইসলাম ভেন্ডার বাড়িতে মারা যাওয়া শিশু আফসান ওই এলাকার আরব আমিরাত প্রবাসী মো. হুসাইনের ছেলে। জানা যায়, পরিবারের সদস্যদের ঈদের ব্যস্ততার মাঝে শিশুটি বাইরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পুকুরে আফসানের দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন (২২ এপ্রিল) ভোরে চট্টগ্রামরাঙামাটি সড়কের ইছাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় রাউজান চিকদাইর ইউনিয়নের সর্তা গ্রামের শাহাজান ফকির বাড়ির মো. সোলায়মানের ছেলে আদিল ফয়সল রায়হান (২৩)। নিহতের স্বজনরা বলেছেন চিকদাইর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা রায়হান একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। ঈদের খরচ যোগাতে সে দুই মাস আগে ঈদ পর্যন্ত সময়ের জন্য হাটহাজারীর একটি কাপড় দোকানে চাকরি নিয়েছিল। ঈদের দিন ভোরে দোকান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাউজান সীমানার ইছাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা সাহেব বাড়ির মোহাম্মদ সারোয়ার ছেলে মুশফিকুর রহমান (১৬)। সে ফটিকছড়ি এক আত্মীয় বাড়িতে ঈদে বেড়াতে গিয়েছিল। মোটরসাইকেল চালিয়ে ফিরে আসার পথে ফটিকছড়ি ধর্মপুর আজাদী বাজার এলাকায় অপর একটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ির একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী মেলায় মুখর লালদীঘি
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতু বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব