কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকার নগরীর বাকলিয়া থানাধীন সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে পুড়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
গত সোমবার দুপুর সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিএনজি অটোরিক্সা সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়। অগ্নিদগ্ধরা হলেন– জোসনা বেগম (২৮), বিলকিস বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। আহতরা সবাই কর্ণফুলী উপজেলার গোদারপাড় গ্রামে। অগ্নিদগ্ধ সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটিতে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনার পর আহতদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি কর্ণফুলী থেকে যাত্রী নিয়ে নগরের বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশার সিলিন্ডারে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়।
এতে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটির আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। গাড়ির নম্বর আগুনে পুড়ে যাওয়ায় রেজিস্ট্রেশন নম্বর এখনো শনাক্ত করা যায়নি।