ফয়’স লেক ঈদ আনন্দে মাতোয়ারা চট্টগ্রামবাসী

| রবিবার , ২৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৩ অপরাহ্ণ

ঈদের আনন্দ মুখর ও খুশির দিনে পরিবারের আপনজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে ছোট-বড় সকলের প্রিয় বিনোদন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড সেজেছে ঈদের মনোরম সাজে। দেশের সর্ববৃহৎ বিনোদন কোম্পানি কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি.- চট্টগ্রামের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ফয়’স লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড ফয়’স লেক, সি-ওয়ার্ল্ড ও ফয়’স লেক রিসোর্ট- এই তিন বিশ্বমানের বিনোদন কেন্দ্র নিয়ে গড়ে তুলেছে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড।

আজ রবিবার সময় গড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমনে কোলাহল বাড়ছে ফয়’স লেক। বিশেষ করে সকাল থেকেই চট্টগ্রামের একমাত্র ওয়াটার পার্কে কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের আগমনের হার বেশী। খাবারসহ প্যাকেজ গুলো কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ডিজে মিউজিকের তালে তালে সী ওয়ার্ল্ডে ওয়েভ পুল ড্যান্সিং জোনে নাচে গানে মুখরিত। কতৃপক্ষ জানিয়েছে সকলের প্রতি অনুরোধ থাকবে আগত দর্শনার্থীরা কেউ যেন কারো আনন্দে ব্যাঘাত না ঘটায়, সকলেই স্বাধীনভাবে ঈদের আনন্দ উপভোগ করতে যেন সকলকে সহযোগিতা করতে পারে। নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষভাবে জোর দেয়া হচ্ছে কারণ সকলেই যেন হাসিমুখে বাড়ীতে ফিরতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ট্রলার থেকে ১০ জেলের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধগ্রহণযগ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে : আমীর খসরু