ঈদ হোক সুন্দর

তসলিম খাঁ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:২৪ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর মানে ঈদের সেমাই, পায়েশ, পিঠা, খুরমা, খেজুর, বিরিয়ানি আরও কত কী। এ দিনটি মুসলিম সমপ্রদায়ের অন্যতম বড় ও বিশেষ একটি দিন। আনন্দের এই উৎসবের দিন। ঈদ মানে প্রিয়জনকে কিছু উপহার দেওয়া। গরিব দুখীর সাথে ধনীদের মিলন মেলা। এছাড়াও ঈদ উল ফিতরের ঈদে প্রিয়জনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী, উক্তি, স্ট্যাটাস, মেসেজ, পিকচার, ছবি দিয়ে শুভেচ্ছা জানানো। রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদের উৎসব আসে, তার সাথে শুরু হয় ঈদের শুভেচ্ছা বার্তা। ঈদউলফিতর এসেছে। তাই ঈদুল ফিতরের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধঅপূর্ব গরিমায় শাওয়ালের বাঁকা চাঁদ
পরবর্তী নিবন্ধঈদ কার্ডের কথা