কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, চলাচল স্বাভাবিক

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:১৮ পূর্বাহ্ণ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিডিনিউজের।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার বলেন, শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের পর লুপ লাইনে ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানান।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির টিকেট ব্যবস্থাপনা বেসরকারি। দুর্ঘটনার খবর পেয়ে কর্ণফুলীর টিকিট কাউন্টারের ইনচার্জ কুমিল্লা স্টেশন থেকে সটকে পড়লে আমি লোকজন দিয়ে তাকে ডেকে আনি। এরপর কুমিল্লা স্টেশনে মাইকিং করা হয়। যেসব যাত্রী টিকেট কেটেছিলেন, তাদের টিকেটের টাকা ফেরত নিয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ দেশে বিভিন্ন স্থানে ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা
পরবর্তী নিবন্ধফাঁকা হচ্ছে নগরী মুখর গ্রাম