বৃষ্টি নামুক! নীল সাদা আকাশ ভেদ করে
বৃষ্টি নামুক!
নিস্তব্ধ ধরনীর বুকে বৃষ্টি নামুক
ক্লান্ত পথিক, বিবর্ণ প্রকৃতি বৃষ্টির পানিতে একাকার হোক
তারপরও বৃষ্টি নামুক, তুমুল বৃষ্টি
তবে বজ্রপাত নয়!
বৃষ্টি নামুক!
বৃষ্টির পানি কিছু ভাসিয়ে নিবে,
আর কিছু জড়ো করবে!
একদিকে সৃষ্টি হবে নতুনের,
আরেক দিকে জঞ্জাল!
তারপরও বৃষ্টি নামুক!
পুরনো জঞ্জাল ধুয়েমুছে নতুন সৃষ্টি হোক!
তবু্ও বজ্রপাত নয়!
চারদিকে অন্ধকার করে বৃষ্টি নামুক, তুমুল বৃষ্টি!
আকাশ গর্জন করে, মেঘের বাঁধা ভেদ করে বৃষ্টি নামুক।
বৃষ্টির পানিতে পরিচ্ছন্ন হোক সব কিছু!
তবুও বৃষ্টি নামুক
বজ্রপাতহীন বৃষ্টি!