সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন মিশন। তিনি বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। গত ২৩ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এদিকে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও তিনবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী মাহবুব।
গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। সন্দ্বীপ প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৮ এপ্রিল ১৮ জন মনোনয়নের আবেদন ফরম নিয়ে জমা দেন। উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা শেষে এদের নাম চট্টগ্রাম উত্তর জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে ১০–১২ এপ্রিল দলীয় মনোনয়ন কিনে জমা দেন সন্দ্বীপ থেকে পাঠানো তালিকার ১৮ জন মনোনয়ন প্রত্যাশী।
গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামী ১২ জুন। গত সপ্তাহে নির্বাচন কমিশন কক্সবাজার পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ৭ জন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন প্রার্থী হন। তাদের মধ্যে সবাইকে চমকে দিয়ে দলীয় মনোনয়ন লাভ করেন মাহবুবুর রহমান চৌধুরী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। এরআগে তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
১২টি ওয়ার্ড নিয়ে গঠিত কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৫ জুলাই। নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী মুজিবুর রহমান।