‘কৃত্রিম মানবদেহে’ শিখবে শিক্ষার্থীরা

চমেকসহ ৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব চালু

| রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ‘সিমুলেশন ল্যাব’ চালু হয়েছে; যেগুলোতে কৃত্রিম মানবদেহ ব্যবহার করে ব্যবহারিক পাঠ নিতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই সিমুলেশন ল্যাব উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজফরিদপুর, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী, কুমিল্লা মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজে ল্যাব উদ্বোধন করা হয়। প্রতিটি ল্যাবে ভার্চুয়াল ব্যবচ্ছেদ টেবিল ও বেসিক মেডিকেল সায়েন্স, বেসিক অ্যান্ড অ্যাডভান্স লাইফ সাপোর্ট, আই অ্যান্ড ইএনটি, গাইনিঅবস অ্যান্ড পেডিয়াট্রিকস ও সার্জিক্যাল ট্রেনিং রুম রয়েছে। খবর বিডিনিউজের।

চিকিৎসকরা বলছেন, এটি মেডিকেল শিক্ষার্থীদের শেখানোর আধুনিক পদ্ধতি। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন সমস্যা জীবন্ত মানবদেহের পরিবর্তে কৃত্রিম মানবদেহ ব্যবহার করে সমাধান করতে শিখে থাকেন। কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস খুবই জরুরি। কিন্তু সব সময় তারা সে সুযোগ পায় না। এর ব্যাখ্যায় তিনি বলেন, একটা বাচ্চার শ্বাস বন্ধ হয়ে হাসপাতালে গেলে কীভাবে তার সিপিআর করতে হয় তা কিন্তু স্টুডেন্টদের সবসময় দেখানো সম্ভব হয় না। কারণ নানা জায়গায় ক্লাস থাকার কারণে এসব সমস্যা নিয়ে কোনো বাচ্চা আসলেও অনেক শিক্ষার্থী দেখার সুযোগ পান না।

পূর্ববর্তী নিবন্ধ‘কোটিপতি চবি ছাত্র’ রবিউল অবশেষে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১০ বছর পর উন্মোচিত হলো ‘অপহরণ নাটক’