চন্দনাইশে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব– ৭ চট্টগ্রাম। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার জামিজুরী এলাকার আবদুল মোনাফের ছেলে মো. আলাউদ্দীন (৩৫) ও পূর্ব দোহাজারী এলাকার আবদুল ছবুরের ছেলে মো. ফারুক (২৬)। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কমলাপুর এলাকার টিটি পাড়া রোডের সর্দারপাড়া কলোনির একটি ব্যাচেলর বাসায় আত্মগোপন করে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব– ৭ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পাহাড় কাটার সংবাদ পরিবেশন করায় দুষ্কৃতকারীরা গত ৪ এপ্রিল বিকেলে চন্দনাইশের আরকে শপিং সেন্টারের ২য় তলায় সাংবাদিক আইয়ুব মিয়াজীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় কর্মরত অবস্থায় তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তাকে দ্বিতীয় তলা থেকে নিচে ফেলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা আবদুল শুক্কর বাদী হয়ে চন্দনাইশ থানায় ২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুইজনই হামলার সাথে জড়িত ছিল বলে র্যাবের নিকট স্বীকার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুই আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। এর আগে চন্দনাইশের দোহাজারী থেকে বাবু নামের আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।