কাপ্তাই জাতীয় উদ্যানে গতকাল বিশালাকারের একটি অজগর অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ অজগরটি অবমুক্ত করে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, এই অজগরটি রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার মোহসীন কলোনির কামাল উদ্দীনের বাসা থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে অজগরটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ে আসে।
পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালেহ্ মো. শোয়াইব খানের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, গিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক, আল আমিন সরকার, জামাল হোসেন এবং আব্দুল মান্নানের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।












