এনপিপির কামাল ও স্বতন্ত্র প্রার্থী রমজানের প্রার্থিতা বৈধ : হাইকোর্ট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের উপ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রামের সভাপতি মো. কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলশহরের মীর মোহাম্মদ রমজান আলীর মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে তাদের মনোনয়ন বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

 

তবে আদালতের আদেশ দেখেই সিদ্ধান্ত জানানোর কথা বলছে নির্বাচন কমিশন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। একই সঙ্গে তাদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

এর আগে গত ২৯ মার্চ মনোনয়ন পত্র যাচাইকালে কামাল পাশাকে ঋণ খেলাপীর দায়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিলেও তাতে গলদ ছিল বলে রমজানের মনোনয়ন বাতিল হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

পরবর্তীতে তারা আপিল করলে সেখানেও তাদের মনোনয়ন পত্র খারিজ হয়। অন্য এক স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে না গেলেও কামাল পাশা এবং রমজান আলী নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

এ আবেদনের শুনানি হয় গতকাল। হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে তার মনোনয়ন বৈধ বলে আদেশ দেন।

এদিকে এই আসনে সরাসরি মনোনয়ন পত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।

গতকাল এই তিন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। আগামী ২৭ এপ্রিল ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। গত ৬ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে স্ক্যাভেটর ও ২ ডাম্পার ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদের প্রচারণা শুরু