চন্দনাইশে ৪১ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশে উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫১৬ জোড়া স্কুল বেঞ্চ প্রদান করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে ৪১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে পলি প্রোপাইলিন দ্বারা নির্মিত এসব স্কুল বেঞ্চ প্রদান করা হয়।

সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি মো. আতিকুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

পূর্ববর্তী নিবন্ধসাম্রাজ্যবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে ঈদের পোশাক বিতরণ