বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ইশ্বরবাবু হাট সংলগ্ন এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার জব্দ করে দুইজন শ্রমিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দারসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর বাঁশখালীর খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ড্রেজার দিয়ে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, সকল ধরনের অবৈধ কাজে প্রশাসন সব সময় জিরো টলারেন্স। এ ধারাবাহিকতায় যে কোনো স্থানে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার খবর পেলে প্রশাসন সাথে সাথে অভিযান পরিচালনা করে বলে তিনি জানান।