বায়েজিদে যুবকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার অক্সিজেন শহীদপাড়ায় পারিবারিক কলহের জের ধরে রানা মিয়া সজিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করে। গতকাল ভোর ৫ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সজিব নিজ বাসায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সজিবের পিতার নাম জাকির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবাজারের আগুনে ঈদের স্বপ্ন ছাই
পরবর্তী নিবন্ধগত বছরের ইজারার আড়াই কোটি টাকা এখনো বকেয়া