বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নকশি কাঁথার জমিন’

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’। টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান। ২৩ মার্চ থেকে শুরু হওয়া চলচ্চিত্রের আন্তর্জাতিক উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশী কাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’। উৎসবে প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘বিফর, নাও অ্যান্ড দেন’ এবং ‘মাদারলেস’। দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’। নির্মাতা আকরাম খান বলেন, আমরা খুবই আনন্দিত দেশবিদেশের উল্লেখযোগ্য অনেক গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে লড়াই করে পুরস্কার অর্জন করায়।

বেশি ভালো লাগছে মুক্তিযুদ্ধের মাসে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, চলচ্চিত্রটি কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে তবেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয় শিল্পীদের আইনি সহায়তায় ‘লিগ্যাল উইং’ গঠন
পরবর্তী নিবন্ধমেন্টালি টর্চার্ড হয়েছি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি : প্রভা