চন্দনাইশে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৭:৪৪ অপরাহ্ণ

চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হলো ২ জনের ব্যবসা প্রতিষ্ঠান ও ২ জনের বসতঘর।

আজ রবিবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসদরস্থ থানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

থানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আজিজ জানান, ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দুইজনের ব্যবসা প্রতিষ্ঠান ও দুইজনের বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় দোকান ও বসতঘরে থাকা লোকজন প্রাণ নিয়ে বের হতে পারলেও কিছুই বের করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলো সুজিত নাথ (মোটর পার্টস), মো. সালাহ উদ্দীন (গ্রিল ওয়ার্কশপ), শিখা শীল (বসতঘর), রাহুল রায় (বসতঘর)।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে রক্ষিত মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স পণ্য, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের তৎপরতার পাশাপাশি আরো ৩/৪ ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ২ জনের ব্যবসা প্রতিষ্ঠান ও ২ জনের বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫ দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শ্যালো মেশিন-পাইপ ধ্বংস