ফটিকছড়িতে বজ্রপাতে ৪ ভাইয়ের ৭টি গরু মারা গেছে। আজ শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা পানি এলাকায় এ ঘটনা ঘটে।
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। তখন এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. আবদুর রহিমের ৩টি, মো. ফোরকানের ২টি, মো. করিমের ১টি, মো. শফিউল আলমের ১টিসহ মোট ৭টি গরু গোয়ালঘরে বাঁধা অবস্থায় মারা যায়।
৭টি গরুর আনুমানিক দাম প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
স্থানীয় মারুফ হোসেন রিফাত বলেন, “তারা (ক্ষতিগ্রস্তরা) খুব গরীব মানুষ। দিনে এনে দিনে খায় এমন অবস্থা। তাদের এ ক্ষতি সত্যি বেদনাদায়ক।”
কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ দিদারুল আলম বলেন, “সকালে বজ্রপাতে ৭টি গরু মারা গেছে। তারা খুবই গরীব মানুষ। পাহাড়ে খামার বাড়িতে থাকে। কোরবানির হাটে বিক্রি করতে তারা গরুগুলো মোটাতাজা করছিল। এক সঙ্গে একই পরিবারের এতোগুলো গরু মারা যাওয়াতে তাদের বেশ ক্ষতি হয়েছে। আমি বিষয়টি উপজেলা পরিষদকে অবগত করব।”
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি বলেন, “বজ্রপাতে সাতটি গরু মারা যাওয়ার খবর স্থানীয় ইউপি চেয়ারম্যান ফোনে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের আবেদন করতে বলা হয়েছে। তাদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার চেষ্টা করব।”