দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে

বাঁশখালীতে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা গত রবিবার অনুষ্ঠিত হয়।

 

বাঁশখালী উপজেলা আ.লীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর সঞ্চালনায় সভায় অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, .লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী খোকা, শ্যামল কুমার দাশ, এস.এম

তোফাইল বিন হোছাইন, রেহেনা আক্তার কাজমী, রশিদ আহমদ চৌধুরী, ..ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, কফিল উদ্দিন, কায়েশ সরওয়ার সুমন, হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন প্রমুখ। সভায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, দেশ যখন

উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখনই দেশবিরোধী চক্র নানাভাবে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্য চক্রান্ত করছে। দেশবিরোধী চক্রের ব্যাপারে সতর্ক থেকে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর প্যানেল বিটারস অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই
পরবর্তী নিবন্ধকাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ