বাঁশখালীতে অটোরিকশায় পাচারকালে ৪টি অস্ত্রসহ শাহাদুল করিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শাহাদুল টেকনাফের রাজাখালী এলাকার নবির হোসেনের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে র্যাব–৭ তাদের প্রেরিত এক বার্তায় জানায়, আমাদের একটি আভিযানিক দল বাঁশখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী শাহাদুল করিমকে গ্রেপ্তার করে। এসময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিড়িয়া) মো. নুরুল আবছার জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে শাহাদুল করিম স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়–বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করত। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে অন্ত্রসহ শাহাদুল করিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।